আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নবীনগর, সারাদেশ 10 April 2022 ২১২

নবীনগর।।

নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে একই দিনে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত ঐ শিশু হচ্ছে নবীনগর কলেজ পাড়ার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে রৌজা মনি (৯) ও মনির হোসেনের মেয়ে নুসাইবা (৮)। আজ রবিবার সকালে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। রৌজা মনি ও নুসাইবা আপন চাচাতো বোন। তাদের মৃত্যুতে দুই পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম। নুসাইবা’র পিতা মনির হোসেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি।জানা গেছে, সকালে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রৌজা মনি ও নুসাইবা তাদের খেলার সাথীদের নিয়ে কলেজের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে রৌজা মনি ও নুসাইবা গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সাথে থাকা অন্যরা পুকুর থেকে উঠে গেলেও তারা আর উঠতে পারেনি। রৌজা মনি ও নুসাইবা পানিতে ডুবে গেছে খবরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ঐ পাড়ায় শোকের মাতম চলছে।