আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

জাতীয়, বিশেষ প্রতিবেদন, রাজনীতি 16 April 2022 ১৯০

ঢাকা।।

১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার নিভৃত এক আমবাগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি,সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজ উদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। শুরু হয় প্রবাসী সরকারের আনুষ্ঠানিক যাত্রা।
স্বাধীন বাংলাদেশকে শত্রুমুক্ত করতে মুজিবনগর সরকারের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর পাকবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়।   ১৭ এপ্রিল প্রথম মন্ত্রিসভার শপথ নেয়ার পাশাপাশি সেখানে স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্রও পাঠ করা হয়।