
বিজয়নগর।।
মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৬০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর উপহার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা মূল্যের আধা-পাকা এই ঘর উপহার হিসাবে দিতে যাচ্ছেন। ঈদুল ফিতরের আগে আশ্রয়ণ প্রকল্পে ৬০টি পরিবার পাবেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
আগামীকাল ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গৃহহীন ও ভুমিহীন পরিবারকে গৃহ হস্তান্তর কার্যক্রম করবেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রথম ও দ্বিতীয় দাপের নকশা ও পরিকল্পনায় কিছুটা এবার পরিবর্তন আনা হয়েছে। যার ফলে ঘরগুলো অনেক সুন্দর, টেকসই ও দূর্যোগ সহনীয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ঈদের আগেই ঘরগুলো হস্তান্তর করা হলে তাদের মাঝে আনন্দের নতুন মাত্রা যুক্ত হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান জানান, রঙ্গিণ টিনশেডের প্রতিটি একক ঘরে ইটের দেয়াল ও টিনের ছউনি দিয়ে তৈরি দুটি করে শোবার ঘর, একটি রান্না ঘর,টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে। তিনি আরো জানান, এবারের ঘরগুলো আরো মজবুত ও দীর্ঘস্থায়ী করার জন্য কাঠামো নির্মাণে পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে বাজেট বৃদ্ধি পেয়েছে প্রায় ৬৯ হাজার ৫০০ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইফরান উদ্দিন আহম্মেদ বলেন, প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ঘর নির্মাণ ও উপকারভোগী নির্ধারণ করা হয়েছে। “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনাকে বাস্তবায়ন করতে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলাতেও আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহ নিমার্ণের কাজ এগিয়ে চলছে।উদ্যোগের সাথে উপজেলার যারা সংশ্লিষ্ট তারা যার যার অবস্থান থেকে ভুমিকা রেখেছেন। এই কর্মযজ্ঞে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।