
বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেছেন, প্রধানমন্ত্রীর উপহার পেয়েছেন ঘর। সেই ঘর সুষ্ঠু ভাবে ব্যবহার করে জীবন যাপন করবেন। কোন অন্যায় কাজে জড়ানো যাবে না। ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। যেখানে মাদকের প্রভাব রয়েছে। তাই মাদক থেকে সবাই দূরে থাকতে হবে। মাদক ও বাল্য বিয়েতে কেউ জড়াবেন না। মাদক ও বাল্য বিয়েতে জড়িয়েছেন এমন তথ্য মিললে আপনার ঘরের বরাদ্দ বাতিল করা হবে। যারা মাদকের সাথে জড়িত হবে তাদের তালিকা করে ব্যবস্থা নেয়া জন্য ইউএনওকে নির্দেশ দেয়া হবে। ঈদ উপলক্ষে ঈদ উপহার ভূমি ও ঘরের দলির হস্তান্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক এ কথা বলেন। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সরাসরি ভূমি ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে ২ শতাংশ ভূমি সহ ঘর হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২-প্রকল্পের আওতায় “ক” শ্রেণীর ভূমিহীনদের পুনর্বাসনের জন্য ৩য় পর্যায়ে রঙ্গিন টিনে পাঁকা স্বপ্নের ঘর পেয়েছেন বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে ২৪টি, ইছাপুরা ২৪টি, সিংগারবিল ১২টি সহ ৩টি ইউনিয়নের মোট ৬০টি পরিবার। গণভবনে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ভিডিও অনুষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা চত্ত্বরে সরাসরি প্রদর্শন করে দেখানো হয়। গণভবন থেকে উদ্বোধন করার পর উপজেলা চত্ত্বরে ভূমি ও গৃহহীনদের দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহমেদ রাসেল, উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ,ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,ওসি মির্জা মোহাম্মদ হাছান, এসিল্যাণ্ড রাবেয়া আসফার সায়মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান ভূঞা প্রমুখ। এ সময় উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,উপকারভোগী পরিবার ও তাদের সদস্যগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। গণভবন থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বিজয়নগর উপজেলার ৬০টি উপকারভোগী পরিবারের কাছে ভূমি ও ঘরের দলিলপত্র হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।