আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 28 April 2022 ২১৮

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) বয়সী এক ব্যক্তির মৃত্যু। আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান বিষয়টি নিশ্চিত করে বলেন ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেললাইনের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সালাউদ্দিন নোমান বলেন,ভোররাতে সদর উপজেলার পাঘাচং রেলস্টেশনের সুহাতা রেলগেট এলাকায় চট্রগ্রাম অভিমুখী তূর্ণা নিশিতা ট্রেনের নিচে কাটে পড়ে ওই অজ্ঞাত ব্যক্তির। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে এলাকার লোকজন রেলওয়ে পুলিশ জানালে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় জানতে পিবিআই (পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন) সদস্যরা তার পরিচয় জানার জন্য আঙ্গুলের ছাপ নিয়ে গেছেন। এখনও মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে