আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

শুদ্ধতার পয়গাম নিয়ে আসা মহিমান্বিত রমজান এখন বিদায়ের দ্বারপ্রান্তে।

সারাদেশ 29 April 2022 ৩৫৬

ডেস্ক।।
পবিত্র রমজান খোদাভীতি অর্জনের মাস। সহনশীল ও সহমর্মিতার শিক্ষা নেওয়ার মাস। আত্মশুদ্ধি অর্জনের মাস। লোভ-লালসা, গিবত, হিংসা, পরশ্রীকাতরতা, আত্ম-অহঙ্কার, মিথ্যা বলা, কার্পণ্য ইত্যাদি থেকে মুক্ত হবার মাস। সর্বোপরি কুরআন ও রসূল(সাঃ)এর আদর্শের আলোকে আলোকিত হওয়ার মাস।রমজান তো এসেছিল রহমত, মাগফিরাত এবং নাজাতের প্রাচুর্য নিয়ে। শুদ্ধতার পয়গাম নিয়ে আসা মহিমান্বিত রমজান এখন বিদায়ের দ্বারপ্রান্তে। আমরা কি পেরেছি রহমতের বৃষ্টিতে অবগাহন করতে, মাগফিরাতের সাগরে ভাসতে, আমরা কি পেরেছি নাজাতের সুবাতাস নিতে। পবিত্র রমজানের মূল শিক্ষা কি আমরা গ্রহণ করতে পেরেছি, না রমজান আসা-যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলো।রমজানের শেষ মুহূর্তে নিজেকে সকল প্রকার পাপ থেকে মুক্ত থাকার সংকল্প করি। পাপ থেকে মুক্ত ও মহান আল্লাহর নির্দেশিত ইবাদত করার মাধ্যমে নিজের অন্তরকে সুস্থ রাখি। সুস্থ অন্তর ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব নয়।পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, ‘যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না। কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে। এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।’ সূত্র: সূরা শু’য়ারা:৮৮-৯১।

আসুন, মহান আল্লাহর দরবারে দু’হাত তুলে করজোরে মুনাজাত করি।হে পরোয়ারদেগার! এ পবিত্র মাসের বিদায় কালে তোমার নালায়েক, গোনাহগার বান্দারা তোমার শাহী দরবারে দু’হাত তুলে ভিক্ষুকের মত মিনতি করছি;আমাদের রোজা তুমি কবুল কর। এ পবিত্র মাসে যতটুকু ইবাদত করতে পেরেছি, তার বিনিময়ে আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও। তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। তাদের হাশরকে সহজ করে দাও। সকল কবরবাসীকে ক্ষমা করে দাও।হে মহান আল্লাহ্! আমাদেরকে অন‍্যায় অপরাধ থেকে বেঁচে থাকার শক্তি দাও। সকল বিপদ আপদ থেকে আমাদের হেফাজত কর।পবিত্র কুরআনের নির্দেশ ও রসূল(সাঃ)এর আদর্শ মোতাবেক চলার তৌফিক দান কর।

হে মহান আল্লাহ! আমাদের আকুতি, আবদার, মিনতি তুমি কবুল কর। তুমি আমাদের গুনাহ মাফ কর।আ-মীন।