আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

আখাউড়া 3 May 2022 ১৯৩

আখাউড়া।।

আখাউড়ায় কবর জিয়ারতরত অবস্থায় বজ্রপাতে যুবকের মৃত্যু হয়। আজ মঙ্গলবার (৩ মে) সকাল ৯টার দিকে উপজেলা সদরের দুর্গাপুরে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় বিষয়টি জানিয়েছেন। রনি মিয়া ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, রনি ঈদের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করতে স্থানীয় এক কবরস্থানে যান। কবর জিয়ারতরত অবস্থায় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষ অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।