
নবীনগর।।
নিজ নির্বাচনী এলাকার হাজার হাজার মানুষের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনের সাবেক সাংসদ দেশবরেণ্য আয়কর আইনজীবি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযুদ্ধা এডভোকেট শাহ্ জিকরুল আহমেদ খোকনের প্রথম জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকাল ১১ টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার জনতার মাঝে ৎতার দীর্ঘদিনের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা ও সুধীজন জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে শেষবারের মতো এক নজর দেখে বিদায় জানাতে সমবেত হন।সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার লাশ বহনকারী এম্বুলেন্স আসলে তার নিজের গ্রাম ও আশেপাশের এলাকার পাশাপাশি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মী শুভানুধ্যায়ী আত্মীয় স্বজন শেষ বারের মতো তাকে একনজর দেখতে ভীড় জমায়।নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বীরমুক্তিযোদ্ধা এডঃ শাহ জিকরুল আহামেদ খোকন এর জানাজার শুরুতে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ একরামুল সিদ্দিক এর উপস্থিতিতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রশীদ এর নেতৃত্বে গার্ড অফ অর্নার প্রদান করা হয়।তার কফিনে উপজেলার বর্তমান সাংসদ মোঃ এবাদুল করিম বুলবুল,সাবেক সাংসদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরে তার লাশ ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।পারিবারিক সূত্রে জানা গেছে সেখানে প্রথমে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হবে, দলের পক্ষ থেকে দলীয় পতাকা ও ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে।পরে বাদ আসর বাংলাদেশ সুপ্রিম কোর্ট এলাকায় তার দ্বিতীয় জানাজা ও বাদ মাগরিব ঢাকা টেক্সেস বারে তৃতীয় জানাজায় তার দীর্ঘদিনের সহকর্মীরা অংশগ্রহণ করবেন।সেখান থেকে তার লাশ হিমাগারে রেখে তার দুই মেয়ে অস্ট্রেলিয়া থেকে আসার পর আগামীকাল ০৯/০৫ সংসদ ভবন এলাকায় শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার পর লাশ তার মায়ের কবরের পাশে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।উল্লেখ্য বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ সদস্য গতকাল শনিবার রাত দশটা বিশ মিনিটের দিকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছিলেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।তিনি তিন কন্যা,স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সাধারন আসনের সদস্য পদপ্রার্থী হিসেবে গতকাল বৃহত্তম ফরিদপুর অঞ্চলে বিভিন্ন নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।এরই মধ্যে গোপালগঞ্জ বার কাউন্সিল আসার পথে তিনি স্টুক করেন।সফর সঙ্গীরা তাকে দ্রুত গোপালগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
আগামী ২৫শে মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মৃত্যুর বিষয়টি তার নির্বাচনী এলাকায় জানাজানি হলে মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠে।নবীনগরে সহ দেশের বিভিন্ন এলাকায় সহকর্মীদের কাছে আদর্শবান সৎ এবং সাদা মনের মানুষ হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা এডঃ শাহ জিকরুল আহামেদ খোকন এর মৃত্যুতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ গভীর শোক জানিয়েছেন।
পাশাপাশি নবীনগরের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, সাবেক এমপি ফয়জুর রহমান বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক ও নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,নবীনগর পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, সাবেক মেয়র মাঈনউদ্দিন মাঈনু, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব বোরহান উদ্দিন আহমেদ,কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আলামিনুল হক আলামিন, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু , জেলা বিএনপির সদস্য কাজী নাজমুল হোসেন তাপস ,এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ ও নবীনগর মুক্তিযোদ্ধা সংসদ, নবীনগর প্রেসক্লাব, নবীনগর থানা প্রেসক্লাব সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুত্যুকালে স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি বাংলাদেশ সৃষ্টির পর থেকে আইন পেশায় যুক্ত রয়েছেন,এরই মধ্যে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচন বিপুল ভোটে বিজয়ী হন।তার আগে তিনি বাংলাদেশ টেক্সেস ল ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।তারও আগে তিনি ঢাকা টেক্সেস বার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়াও তিনি জাতীয় ও নবীনগরে বিভিন্ন পেশাজীবী কর্মজীবী সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।তার এই মৃত্যুতে নবীনগরে শোকের ছায়া নেমে এসেছে।পরিবারের পক্ষ থেকে মরহুম বীরমুক্তিযোদ্ধা এডঃ শাহ জিকরুল আহামেদ খোকন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।