ব্রাহ্মণবাড়িয়া।।
দাম্পত্য কলহের জের ধরে তাজুল ইসলাম (৫০) নামে এক প্রবাসী খুন হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে । নিহত তাজুল ইসলাম ঘাটিয়ারা গ্রামের এমরান মোল্লার ছেলে। পুলিশ তাজুল ইসলামের স্ত্রী সামসিয়া আক্তার তোহা-(৪৫) কে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শনিবার সকালে নিহতের পিতা এমরান মোল্লা সামসিয়া আক্তার তোহাসহ দুইজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।পুলিশ জানায়, তাজুল ইসলাম দীর্ঘ ২৪ বছর সৌদি আরবে চাকরি করতেন। গত দুই মাস আগে তিনি দেশে ফিরে আসেন। গত শুক্রবার রাতে ঘরের জানালা বন্ধ করা নিয়ে তাজুল ইসলামের সঙ্গে তোহার বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে তাজুল ইসলাম প্রথমে তোহাকে থাপ্পর মারেন। এনিয়ে তোহা তাজুলকে গালিগালাজ করলে তাজুল তোহাকে পরে মারধোর করেন। পরে তোহা তাজুলকে ধাক্কা মেরে ঘরে থাকা টেবিলের উপর ফেলে দিলে তাজুল মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তোহাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আজ শনিবার নিহতের পিতা এমরান মোল্লা বাদী হয়ে সদর মডেল থানায় তোহাসহ দুইজনকে আসামী করে মামলা দায়ের করেছেন।নিহতের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
[gs-fb-comments]Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor