আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ী নজির আহমেদ মৃত্যু ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবী

ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, সারাদেশ 21 May 2022 ৩০৮

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ী নজির আহমেদ মৃত্যু ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ-সভাপতি আবদুর নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিহতের ভাই হোসাইল আহমেদ তফসির,হিন্দু বৌদ্ব খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রদ্যুৎ রন্জন নাগ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সরাইল উপজেলা আওয়ামী লীগের অ্যাডভোকেট আব্দুর রাশেদ, প্রগতিশীল জোটের আহবায়ক কমরেড নজরুল ইসলাম,জাসদ জেএসডি’র জেলা সাধারন সম্পাদক এডঃ তৈমুর রেজা মোঃ শাহাজাদ,খেলাঘর জেলা শাখার সাধারন সম্পাদক নীহার রন্জন সরকার,নোঙর জেলা কমিটির সভাপতি শামীম আহম্মদ,সাম্যবাদী দলের জেলা সভাপতি সানু মিয়া,বাসদ জেলা কমিটির আহবায়ক প্রবীর চৌধূরী রিপন,ঐক্যন্যাপের জেলা সাধারন সম্পাদক আবুল কালাম নাঈম,বাংলাদেশ জাসদ জেলার সাধারন সম্পাদক জিয়া কারদার নিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সন্জীব ভট্টাচার্য, ঘাতক দালাল নির্মুল কমিটির জেলার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডঃ অসীম কুমার বর্ধন,কবি মনির হোসেন, সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ, সংস্কৃতিকর্মী হাবিবুর রহমান পারভেজ প্রমুখ।
এ সময় বক্তারা, পুলিশ হেফাজতে নজির আহমেদের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
গত ২১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসায়ী নজির আহমেদকে পুলিশ হেফাজতে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহত নজিরের স্ত্রী শিরীন সুলতানা রিমা বাদী হয়ে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুলসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।