
ব্রাহ্মণবাড়িয়া।।
বিলের পানিতে ভেসে উঠেছে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ।আজ বৃহস্পতিবার (২৬ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর থেকে অজ্ঞাত নামা(৬০) বছরের বৃদ্ধের মরদেহটি উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে চাপুইর শিয়াইল্লা বিলে জেলেরা মাছ ধরতে গিয়ে এক অজ্ঞাত বৃদ্ধকে পানিতে ভাসতে দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।স্থানীয়রা অনেকেই বলছিলেন নিহত বৃদ্ধ ওই এলাকার নয়। অন্য কোন এলাকার হয়ে থাকতে পারে।এব্যাপারে সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি। তবে লাশের কোন পরিচয় আমরা জানতে পারি নাই। লাশ উদ্ধার পর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।