সিলেট।।
পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ সিলেট বিভাগের চার জেলায়। এতে বানের পানিতে ডুবে এবং ভেসে গিয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২২ জন মানুষ।আজ মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে পাহাড়ি ঢল আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা।সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, এ পর্যন্ত বন্যায় সিলেট বিভাগে ২০ জনের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। এর মধ্যে সিলেটে ১২ জন, মৌলভীবাজারে তিনজন ও সুনামগঞ্জে পাঁচজন।তিনি আরও জানান, আজ মঙ্গলবার সকালে সিলেটের জৈন্তাপুরে মা-ছেলের মরদেহ ভেসে উঠেছে। তাৎক্ষণিক এ দুই মরদেহের তথ্য নেই। তবে এ তথ্য যোগ হবে। সে তথ্য অনুযায়ী,বন্যায় সিলেট বিভাগে ২২ জনের মৃত্যুর হয়েছে।
Copyright © 2022 Amaderkatha | Design & Developed By: Design Ghor