
আশুগঞ্জ।।
ঢাকার আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্ত করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ফিরোজ মিয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুরে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ শেষে কলেজের সামনে আশুগঞ্জ-আড়াইসিধা-তালশহর-ব্রাহ্
সমাবেশে বক্তারা সম্প্রতি শিক্ষকদের উপর ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের জন্য সরকারের কাছে দাবি জানান।