আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জে ১শ’ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আশুগঞ্জ, সারাদেশ 3 July 2022 ১৯৮

আশুগঞ্জ।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে এসব গাঁজা বহনকারী প্রাইভেটকারটিও। সোমবার (০৩ জুলাই) সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চারধরা গ্রামের আনছার আলীর ছেলে রবিন (১৭) ও একই উপজেলার আমতলী গ্রামের বারেক মিয়ার ছেলে রাকিব মিয়া (১৮)।
আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার উপ-পুলিশ পরিদর্শক (সার্জেন্ট) মো. জহুরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজার সামনে ঢাকা অভিমুখি একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে এর ভিতর থেকে থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারের চালকসহ দুজনকে আটক করা হয়। গাঁজাগুলো জেলার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে তিনি জানান।
এ আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান জানান, গাঁজাবহনকারি প্রাইভেটকারটি জব্দ করাসহ আটকদের নামে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।