আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বাঁশের সাঁকো থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু

নাছিরনগর 7 July 2022 ২০৯

নাসিরনগর।।

নাসিরনগরে বাঁশের সাঁকো থেকে পড়ে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে এ ঘটনা ঘটে।গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মাছমা গ্রামের মুকুল মিয়ার সন্তান জিহাদ (১১) ও তাজিমা (৭) বাড়ির সামনের বাঁশের সাঁকো পার হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত তাজিমা পানিতে পড়ে যায়। তাঁকে বাঁচাতে গিয়ে জিহাদও পানিতে ডুবে যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহিন জানান, পরিবারের আপত্তি না থাকলে নিহত দুই শিশুকে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।