আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী

আখাউড়া, আন্তর্জাতিক 14 July 2022 ২১৯

আখাউড়া।।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠিয়েছেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আনারস পাঠানো হয়। মোট ১০০টি কার্টুনে ৭৫০ কেজি আনারস উপহার হিসেবে পাঠানো হয়েছে, যা ত্রিপুরায় স্থানীয়ভাবে উৎপাদিত।ভারতের ত্রিপুরা রাজ্যের হর্টিকালচার সেন্টারের সহকারি পরিচালক দীপক বৈদ্য এসব আনারস নিয়ে আসেন। চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা মনিষ সিং এসব আনারস গ্রহন করেন। এ সময় জানানো হয়, উপহার হিসেবে এর আগেও ফল বিনিময় হয়েছে। এর মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কের আরো উন্নতি ঘটবে।