
ব্রাহ্মণবাড়িয়া।।
প্রেমিক-প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলায় এক যুবককে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে।আজ রোববার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকায় এই ঘটনা ঘটে। আহত যুবক হচ্ছে একই এলাকার হাজী আয়াত আলীর ছেলে আমানুল্লাহ (৩৪)। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত আমানুল্লাহ’র ছোট ভাই এমদাদ উল্লাহ অভিযোগ করে বলেন, বেলা আড়াইটার দিকে এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে স্থানীয় হাফেজ জয়নালের ছেলে মোহাম্মদ জুবায়েরকে একটি মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে এলাকাবাসী। এসময় তারা জানায় দু’জন প্রেমিক-প্রেমিকা। এলাকার গণ্যমান্যদের উপস্থিততে দুইজনকে বুঝিয়ে ছেলেটিকে বাড়িতে চলে যেতে বলা হয় এবং মেয়েটিকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দিতে আমার বড় ভাই আমানুল্লাহকে দায়িত্ব দেয় উপস্থিত এলাকাবাসী। মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিয়ে আমার ভাই জুবায়েরদের বাড়ির সামনে দিয়ে ফিরছিলেন। এ সময় জুবায়ের তার লোকজন নিয়ে আমার ভাইকে পেছন দিক দিয়ে হামলা করে।প্রথমেই তাকে রাম দা দিয়ে মাথায় কোপ দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।