আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নাসিরনগরে বাথরুম নির্মাণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

নাছিরনগর, সারাদেশ 18 July 2022 ২০৭

নাসিরনগর।।

নাসিরনগরে বাথরুম নির্মাণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত আক্তার মিয়া উপজেলার গুনিয়াউক গ্রামের খোরশেদ আলীর ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের আরো ২০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন দুলাল মিয়া, সরাজ মিয়া, মিলন মিয়া, বিল্লাল মিয়া, লায়েছ মিয়া, আলফাজ মিয়া, সবুজ মিয়া, ফারহান মিয়া, লিটন মিয়া, আরমান মিয়া, ফয়সাল মিয়া, শাহীন মিয়া, কামরুল মিয়া, রাজনাহার বেগম, মোছা রংমালা, লিয়াকত আলী, নেকজাহান বেগম, মো. মাহবুব সরকার ও সুফিয়া বেগম।
জানা যায়, উপজেলার গুনিয়াউক গ্রামের মো. আক্তার মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই দুলাল মিয়ার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধপূর্ণ জায়গায় কিছু দিন আগে বাথরুম নির্মাণ করে আক্তার মিয়ার লোজনজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আরো বেড়ে যায়। এরই জেরে রোববার রাতে দুই পক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার এক পর্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। গুরুতর আহত আক্তার মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, জায়গার বিরোধ নিয়ে আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আক্তার মিয়া নামে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।