
ব্রাহ্মণবাড়িয়া।।
বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য আরও ৪৯ হাজার ৩০৯ প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দিয়েছে সরকার। বুধবার (২০ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়।বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে সিলেট জেলার জন্য তিন হাজার, সুনামগঞ্জ জেলার জন্য পাঁচ হাজার, নেত্রকোনা জেলার জন্য তিন হাজার, কুড়িগ্রাম জেলার জন্য দুই হাজার ৯৪০, রংপুর জেলার জন্য দুই হাজার ৩৭, নীলফামারী জেলার জন্য দুই হাজার, হবিগঞ্জ জেলার জন্য তিন হাজার, মৌলভীবাজার জেলার জন্য দুই হাজার ৯০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও কিশোরগঞ্জ জেলার জন্য তিন হাজার, ময়মনসিংহ জেলার জন্য দুই হাজার, জামালপুর জেলার জন্য দুই হাজার, শেরপুর জেলার জন্য দুই হাজার, ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য দুই হাজার, গাইবান্ধা জেলার জন্য তিন হাজার, বগুড়া জেলার জন্য দুই হাজার, সিরাজগঞ্জ জেলার জন্য তিন হাজার, লালমনিরহাট জেলার জন্য তিন হাজার, ফেনী জেলার জন্য এক হাজার ৬৩২, গোপালগঞ্জ জেলার জন্য কে হাজার ৮০০, খুলনা জেলার জন্য এক হাজার এবং বাগেরহাট জেলার জন্য এক হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দিয়েছে সরকার। সবমিলিয়ে ৪৯ হাজার ৩০৯ প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দ করা শুকনো ও অন্যান্য খাবার শুধুমাত্র আপদকালীন বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।