
নবীনগর।।
নবীনগরে টেস্টি হজমি ভেবে কেড়ি পোঁকা মারার ট্যাবলেট খেয়ে এক বৃদ্বার মৃত্যু হয়েছে।আজ শনিবার (২৩ জুলাই) ভোররাতে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোমেনা খাতুন (৬৫) নামে এই বৃদ্ধা মারা যায়। উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামের উত্তরপাড়া এলাকার রাজ্জাক মিয়ার স্ত্রী মোমেনা খাতুন। নিহতের ছেলে খাইরুল ইসলাম বলেন, গতকাল রাতে আমি শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। বাবা জানিয়েছে মা তাদের মুদিমালের দোকান থেকে টেস্টি হজমি ভেবে চালের কেড়ি পোঁকা মারার ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন৷ রাত ১০টায় আম্মাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। ভোররাতে আম্মা মারা যায়। নবীনগর থানার ওসি মো. আমিনুর রশীদ ঘটনার এর সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারন জানা যায়নি। ময়নাতদন্তের পর লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিষয়টি মৃত্যুর বিষয়টি স্পষ্ট করে বলা যাবে।