
সরাইল।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে আদিবা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে আজ শনিবার (৩০ জুলাই) বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। শিশু আদিবা একই গ্রামের পাঠানবাড়ির উজ্জ্বল মিয়ার মেয়ে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকালে পরিবারের লোকজন শিশু আদিবা কেনা পেয়ে খুঁজাখুঁজি করার এক পর্যায়ে বাড়ির পাশের গর্তে পানিতে আদিবার নিথর দেহ ভাসতে দেখে। এ সময় তাকে উদ্ধার কওে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।