আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

আখাউড়া, সারাদেশ 5 August 2022 ১৯৬

আখাউড়া।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে পৌরশহরের তারাগণ এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ধারালো রাম দা, ছুরিসহ দেশী অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
আটককৃতরা হলো, মোঃ উবায়দুল হক ভূট্টু( ৩৮), আমিনুল ইসলাম তুফান (২৫), মোঃ আল-আমীন মিয়া(২৩), মোঃ রায়হান মিয়া (২০) ও মোঃ ইকরাম চৌধুরী (২০)।
থানা পুলিশ জানায়, রাত অনুমান সাড়ে তিনটার দিকে খবর আসে তারাগণ এলাকায় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তারাগণ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আখাউড়া থানার পরিদর্শক (ওসি) আসাদুল ইসলাম ভোরের কাগজকে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সপোর্দ করার আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।