
ব্রাহ্মণবাড়িয়া।।
মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দায় বিলের পানিতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে সেন্দা-রামরাইল আঞ্চলিক সড়কের পাশে সেন্দা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সালাউদ্দিন মিয়া সেন্দা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানায়, আজ শুক্রবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে সেন্দা গ্রামের তিন যুবক মাছ ধরার জন্য নৌকায় করে বিলের পানিতে নামে। এ সময় সালাউদ্দিন নৌকা থেকে পানিতে ছিটকে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় তিনঘণ্টা খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে সালাউদ্দিননের নিথর দেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে পানিতে ডুবে মারা গেছে।