
আখাউড়া।।
আখাউড়ায় বিদুৎস্পৃষ্টে হয়ে এক ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে।শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের বীর চন্দ্রপুর গ্রামে কাঠবাগানে এ ঘটনা ঘটে।আজ শনিবার (৬ আগস্ট) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।নিহতের বাড়ী আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বীর চন্দ্রপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত ওহিদ মিয়ার ছেলে।নজরুল ইসলাম(১৭)।নিহতের বড় ভাই মো. আমিন মিয়া বলেন, শুক্রবার রাতে নজরুল সহ তারা ৩০ জন পিকনিকের আয়োজন করেন। পরে রাতেই কাঠবাগানের পাশের রাস্তার খুঁটিতে সংযোগ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয় নজরুল। এতে সে বৈদ্যুতিক খুঁটি থেকে নিচে পড়ে যায়। সেখান থেকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আখাউড়া থানা পুলিশের ওসি মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।