আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নবীনগর 6 August 2022 ১৭৮

নবীনগর।।

মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ আগস্ট) সকালে ইব্রাহিমপুর চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের হারুন মিয়ার ছেলে তামিম (১৯) এর মৃত্যু হয়।পথচারী ও পুলিশ জানায়, সকালে তামিম জাফরপুর থেকে মোটরসাইকেলযোগে বাঁশবাজারে যাচ্ছিল। ইব্রাহিমপুর চৌধুরী বাড়ির বিপরীতমুখী সিএনজি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নবীনগর থানার ইনপেক্টর (তদন্ত) মোহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।