আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

জ্বালানি তেল, সার ও কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি 9 August 2022 ১৬৭

ব্রাহ্মণবাড়িয়া।।
জ্বালানি তেল, সার ও কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে অনুষ্ঠেয় বিক্ষোভ মিছিল কর্মসূচি পুলিশী বাঁধায় পণ্ড হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ (মঙ্গলবার) বিকেল ৪টায় টিএ রোডস্থ জেলা কার্যালয় চত্ত্বরে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশ শেষে মিছিল বের করতে চাইলে; আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অযুহাতে পুলিশ প্রশাসনের অনুরোধে বিক্ষোভ মিছিল কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়। মিছিল পূর্ববর্তী বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ। সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা মাহমূদুল হাসান হিফযে্র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক জেলা সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা গাজী নিয়াজুল করীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, প্রচার ও দা’ওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা ফয়জুল্লাহ মুহসিন, ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সামছ্ আল ইসলাম ভুঁইয়া, ইসলামী আন্দোলনের সরাইল উপজেলা সভাপতি হাজী মুহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মাওলানা হেলাল উদ্দীন, কসবা উপজেলা সভাপতি হাফেজ মুফতি ইউসুফ আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি খন্দকার গোলাম কিবরিয়া প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ যখন দিশেহারা, তখনই সার ও জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। আন্তর্জাতিক বাজারে যেদিন জ্বালানি তেলের মূল্য হ্রাস করা হয়েছে ঠিক সেদিনই রাতের আধারে সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে জনগণের ব্যয়ের বোঝা আরো বৃদ্ধি করেছে।বক্তারা অবিলম্বে জ্বালানি তেল, সার ও কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। সমাবেশে বক্তারা– সমাবেশস্থলে মাইক ব্যবহার করতে না দেয়ায় এবং মিছিল পূর্ব জমায়েতের কাঙ্ক্ষিত স্থান ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্ত্বরে না দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানান।