
নবীনগর।।
বাবার সঙ্গে অভিমান করে নবীনগরে এক যুবক পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।আজ শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুছা আলম (২৩) নামের ওই যুবক মারা যায়৷সে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের পূর্ব পাড়া এলাকার মঙ্গল মিয়ার ছেলে।মুছার বড়ভাই আশরাফুল জানান, সকালে তাদের জমিতে চাষের বিষয় নিয়ে মুছা আলমকে তার বাবা মঙ্গল মিয়া ধমক দিয়েছিলেন। সামান্য এ বিষয়কে কেন্দ্র করে বাবার সাথে রাগ করে মুছা। পরে ঘরে রাখা পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। পরিবারের লোকেরা মুমূর্ষ অবস্থায় মুছাকে জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করেন। প্রায় আধঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদূর রহমান নীর।ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, হাসপাতাল সূত্রে জেনেছি এক যুবক পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে আছে।