আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

বিজয়নগরে ২৫ করাতকলে ভ্রাম্যমান আদালতের অভিযান।। ৯টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিজয়নগর, সারাদেশ 24 August 2022 ১৬১

বিজয়নগর।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৫টি করাতকলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।অভিযানকালে লাইসেন্স না থাকার দায়ে ৯টি করাতকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ডিজেল চালিত ১৬টি করাত কলের হ্যান্ডেল জব্দ করা হয়। ৯টি করাত কলের মধ্যে ১টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ. ইরফান উদ্দিন আহম্মেদ উপজেলার হরষপুর, পাহাড়পুর, বিষ্ণুপুর ও চম্পকনগর ইউনিয়নের ২৫টি করাতকলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় লাইসেন্স না থাকার দায়ের ৯টি করাত কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে ১টি করাতকলকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স না থাকার দায়ে ডিজেল চালিত ১৬টি করাতকলের মেশিন চালু করার হ্যান্ডেল জব্দ করে বন বিভাগের কাছে দেয়া হয়।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ. ইরফান উদ্দিন আহম্মেদ বলেন, উপজেলার ৪টি ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ২৬টি করাত কলের মধ্যে ১টি করাতকলকে বৈধ পাওয়া যায়। বাকি ২৫টি করাতকলের একটিরও লাইসেন্স নেই। ২৫টি করাতকলের মধ্যে ৯টি বিদ্যুৎ চালিত ও ১৬টি ডিজেল চালিত। অভিযানকালে ৯টি করাতকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে ১টি করাতকলকে আগে সতর্ক করা সত্ত্বেও লাইসেন্স না করার কারনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  ডিজেলচালিত ১৬টি করাত কলের মেশিন চালু করার হ্যান্ডেল জব্দ করে বনবিভাগের কাছে দেয়া হয়। তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হবে।