
সরাইল।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজিচালিত অটোরিকশাচায় নামের এক শিশু নিহত হয়েছে।আজ রোববার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চুন্টা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শেরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে হোসাইন (৩)।পুলিশ ও স্থানীয়রা জানায়, মায়ের সঙ্গে হোসাইন সরাইলের চুন্টায় নানার বাড়িতে বেড়াতে যায়। এক পর্যায়ে সড়ক পারাপারের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সরাইল থানার ওসি আসলাম হোসাইন জানান, বিষয়টি জেনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।