
নাসিরনগর।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বেলুয়া গ্রামে আজ বিকালে নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের হামলায় মসজিদ কমিটির সভাপতি সহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় নুর ইসলাম ( ৫৭), নজরুল ইসলাম (৪৮), জজ মিয়া ( ৫৫), মেহেদি হাসান (১৯) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ব্রাহ্মণবাড়িয়া প্রেরন করেন।
আহতরা জানান, নাসিরনগর উপজেলার বেলুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুউদ্দিন মুন্না, রোকন উদ্দিনদের সঙ্গে একই গ্রামের আমির হকের ছেলে নুর ইসলামের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধ চলছিল।আজ শুক্রবার বিকেলে মসজিদ কমিটির সভাপতি নুর ইসলাম নামাজ শেষে বের হওয়ার সময় জামাল উদ্দিনের লোকজন নুর ইসলামের উপর হামলা করে। এ সময় নুর ইসলামের চিৎকার শুনে তার স্বজনরা ছুটে আসলে প্রতিপক্ষের লোকজন তাদের উপরও হামলা করে।