
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। গত বুধবার রাতে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা এলাকার চাঁন মিয়ার ছেলে মোঃ পায়েল মিয়া (২৫) ও সদর উপজেলার ঘাটুরা গ্রামের মৃত আলম খন্দকারের ছেলে মোঃ আলিফ খন্দকার রনি (২২)। গত বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সীমান্ত এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করতো। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।