আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

এমপি’র নির্দেশে উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচারনা করছেন

নবীনগর, রাজনীতি, সারাদেশ 6 October 2022 ১৮৫

নবীনগর।।
এমপি’র নির্দেশে উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদ নির্বাচনে এক সদস্য প্রার্থীর পক্ষে প্রচারনা করার অভিযোগ উঠেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে এক সদস্য প্রার্থীর পক্ষে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) নির্দেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। প্রতীক বিরােদ্দের পর জেলা পরিষদের ৮ নম্বর ওয়ার্ড নবীনগর উপজেলায় নাসির উদ্দিনের পক্ষে তিনি বিভিন্ন সভায় অংশ নিয়ে স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুলের বার্তা দিচ্ছেন বলে অভিযোগ প্রার্থীদের।মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে ৮ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী নাসিরউদ্দিনের পক্ষে পৌর এলাকার কাঠপট্টিতে এক সভায় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামানের বক্তব্যে উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ওই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।সভায় দেওয়া বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘তার (প্রার্থী নাসির উদ্দিন) কোনো ভুলত্রুটি থাকলে আপনারা তাকে ক্ষমা করবেন। আগামীতে সে কোনো ভুলত্রুটি করলে এর দায়ভার আমি, সাদেক (উপজেলা ভাইস চেয়ারম্যান) এবং এমপির। আমরা কথা দিয়ে গেলাম। এতে আপনাদের কোনো ব্যক্তিগত ক্ষোভ থাকবে না। এমপি মহোদয় স্পষ্ট দায়িত্ব নিয়ে কথা বলেছেন। আর এমপি মহোদয় কেমন মানুষ আপনারা জানেন।’তিনি আরও বলেন, ‘কারও দিন সমান নাহি যায়। আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে ধরা। আমিও ৪-৫ বছর পর আপনাদের কাছে ধরা থাকবো। এমপি মহোদয়কেও মাত্র দেড় বছর পর আপনাদের কাছে আসতে হবে। শুধু আমরা চাই সে (নাসির উদ্দিন) আপনাদের এলাকার সন্তান, তাকে আপনারা জয়যুক্ত করবেন। আমি যদি চাই, এমপি যদি চায় তাহলে আপনার ঘরের সন্তানকে কোলে নিতে পারবেন না কেন?’উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, ‘আমার প্রস্তাব থাকবে আপনারা চেয়ারম্যানরা একসঙ্গে বসে পরামর্শ করেন। প্রয়োজনে এমপি মহোদয়ও থাকবেন। বেশ কিছু ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে এমপি মহোদয় কথা বলেছেন।’
তাদের সরাসরি এক প্রার্থীর পক্ষে প্রচারণায় ক্ষুব্ধ হয়েছেন অন্য প্রার্থীরা।এমপি, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কি করে পক্ষনিয়ে সরাসরি প্রচারনা চালাচ্ছেন।