
নবীনগর।।
মানুষ তার মনের প্রশান্তির জন্য কত কিছুই না করে।
কেউ ভালো কাজ করে,কেউ দেশ বিদেশে ভ্রমণ করেন।আবার কেউ কেউ আনন্দ ও বিনোদন করে নিজের মনের প্রশান্তি লাভের চেষ্টা করেন।
এরই মধ্যে মনের প্রশান্তির জন্য নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ একরামুল সিদ্দিক নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ।ইউএনও হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় নিজের দুই বছর অতিবাহিত করাকে তিনি স্বরণীয় করে রাখলেন ভিন্ন আঙ্গিকে।আজ ৬ সেপ্টেম্বর ২০২০ সালে নবীনগর যোগদানের পর আজ বৃহস্পতিবার ৬ই সেপ্টেম্বর ২০২২ অতিবাহিত হয়েছে।সেই জন্য তিনি দিনটিকে বিলিয়ে দিলেন ছিন্নমূল এতিম ও হাফিজিয়া মাদ্রাসার শিশু ছাত্রদের সাথে আনন্দ উল্লাস আর মধ্যহৃভোজনের মধ্য দিয়ে।এই দিন তিনি স্বপরিবারে প্রায় দেড় শতাধিক ছিন্নমূল অসহায় এতিম হাফিজিয়া মাদ্রাসার শিশুদের সাথে নিয়ে নবীনগর পৌর এলাকার আলম নগর বিনোদন কেন্দ্রে (পার্ক) এ যান।
সেখানে তাদেরকে তিনি বিভিন্ন রাইডে চড়িয়ে আনন্দে মাতিয়ে রাখতে চেষ্টা করেন,তাদের মাঝে নগদ নতুন টাকা বিতরণ করেন।পরে সবাইকে নিয়ে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল শেষে মোনাজাত এর আয়োজন করেন।এবং তাদেরকে জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা নেন।নিজ হাতে তিনি এসব খাবার পরিবেশন করেন।