
বিজয়নগর।।
বিজয়নগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্টিত হয়েছে। আজ বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।পরে উপজেলা মাঠে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।আলোচনা সভায় প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, ওসি মোঃ রাজু আহমেদ, সমাজ সেবা অফিসার আফরোজা আফরিন, স্কাউটস এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইমরান প্রমুখ।