আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে বৈদ্যুতিক খুঁটি নিয়ে লাইনম্যানের মৃত্যু

নবীনগর 25 October 2022 ১৩৮

নবীনগর।।
বৈদ্যুতিক খুঁটি নিয়ে পানিতে পড়ে মো. রিপন মিয়া (২৮) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রিপন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্চ গ্রামের বাসিন্দা।তিনি নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসেবে কাজ করতেন।বিষয়টি নিশ্চিত করে নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টিয়ারা গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ওই লাইন মেরামত করতে বৈরী আবহাওয়ায় লাইনম্যান রিপন খুঁটিতে ওঠেন। এসময় বাতাসে তোড়ে বিদ্যুতের খুঁটিসহ তিনি পুকুরে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।