
আশুগঞ্জ।।
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন নোমান বলেন,আজ বেলা ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলস্টেশনের পশ্চিম পাশের নতুন ব্রিজের ওপর অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে ওই অজ্ঞাত ব্যক্তির। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।তিনি আরও বলেন, নিহতের পরিচয় জানতে পিবিআই (পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন) সদস্যরা তার পরিচয় জানার জন্য আঙ্গুলের ছাপ নিতে হাসপাতালের মর্গে যাবে। এখনও মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।