আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সাম্প্রদায়িক অপশক্তির বিরুব্দে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে–জেলা বাসদ

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, রাজনীতি, সারাদেশ 7 November 2022 ২২৫

ব্রাহ্মণবাড়িয়া।।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা বাসদের সভাপতি প্রবীর চৌধুরী রিপনের সভাপতিত্বে বক্তাগন বলেন,সাম্প্রদায়িক অপশক্তির বিরুব্দে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।বাসদের প্রতিষ্ঠা বাষিকীতে আরো বলেন,শ্রমিক শ্রেনীর সংগ্রাম ছাড়া কোন দেশ রাষ্ট ক্ষমতায় যেতে পারে না।পুজীবাদী,শোশক শ্রেনী ও বৈশ্যম্যের বিরুব্দে আমাদে লড়ায়ই চালিয়ে যেতে হবে এবং পুজীবাদী ব্যবস্হার পরিবর্তন করতে হবে। মুক্তিযুদ্বের চেতনাকে লালন ও ধারন করে সামনের দিকে গিয়ে যাওয়ার আহব্বান জানান। সাম্প্রদায়িক, মৌলবাদী শক্তির বিরুব্দে লাড়াইয়ে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহব্বান জানান বক্তারা। সভায় আরো বলেন,আমরা ১৪ দলীয় জোটে আছি শুধুমাত্র কাগজে কলমে কিন্তু বাস্তবে ১৪ দলের কোন কার্যক্রম নেই এই জেলায়।১৪দলের নাম ব্যাবহার করে মাত্র একটি দল সকল সুযোগ সুবিধা ভোগ করছে এরও নিন্দা জানাই এই সভা থেকে।আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের মিলনায়তে সকাল ১১টায় বাসদের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মতিলাল বনিক,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা ঐক্যন্যাপের সাধারণ সম্পাদক আবু কালাম নাঈম,সহ-সভাপতি কানু লাল মজুমদা,জেলা বাসদের সহসভাপতি মনিরুজ্জামান মনির,সাধারণ সম্পাদক আবু সোহেল সরকার, আখাউড়া বাসদের সভাপতি জাহাঙ্গীর আলম,আশুগঞ্জ বাসদের সাধারণ সম্পাদক মোঃ মহসীন প্রমুখ। সভায় বক্তাগন ক্ষোভ প্রকাশ করেন বলেন,আমরা এই সরকারের সকল দুরর্নীতি ও অপ কর্মের নিন্দা জানাই এবং দুরর্নীতি ও বৈশম্য মুক্ত দেশ গড়ার আহব্বান জানান।