আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় স্কুলছাত্রীকে বখাটের ছুরিকাঘাত

আখাউড়া 8 November 2022 ১০০

আখাউড়া।।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সপ্তম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধারালো ছুরি দিয়ে হাতে আঘাত করেছে এক বখাটে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।জানা যায়, স্কুল ছুটি হলে সপ্তম শ্রেণী পড়ুয়া ওই ছাত্রী বাড়ির দিকে  ফিরছিল। ফেরার পথে নয়াদিল গ্রামের সানু মিয়ার বখাটে ছেলে শামীম মিয়া (২০) ৩/৪ জন সঙ্গী নিয়ে ওই ছাত্রীর পথরোধ করে। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়। এ সময় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে শামীম তাকে আঘাত করে।  এতে ওই ছাত্রী হাতে গুরুতর আঘাত পায়। আশপাশের লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এ ব্যাপারে ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। তিনি বলেন- এর আগেও সে আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো। মঙ্গলবার রাস্তায় একা পেয়ে আমার মেয়েকে ধারালো ছুরি দিয়ে হাতে আঘাত করে। পরে রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিই।আখাউড়া থানার পঅফিসার ইনচার্জ আসাদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বখাটের ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বখাটেদের বিচারসহ শাস্তি দাবি করেন।