
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনিবার্য কারণবশত: সময় পরিবর্তন করা হয়েছে। সম্মেলনের নির্ধারিত তারিখ ১২ নভেম্বর দুপুর ২টায় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জননেতা শেখ ফজলুল করীম সেলিম এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জননেতা এড. কামরুল ইসলাম এমপি, যুগ্ম সম্পাদক জননেতা মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক জননেতা আবু সাঈদ আল মাহমুদ এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, নির্বাহী কমিটির সদস্য পারভীন জাহান কল্পনা। সম্মেলন সফল করতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিকভাবে সহায়তা-উপস্থিতি নিশ্চিত করবার জন্য জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার অনুরোধ জানিয়েছেন।