আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত।।আহত তিন

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 11 November 2022 ৮৮

ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত। আজ শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার সুলতানপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।এসময় জিয়াউর রহমান (১৮) নামে অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সকালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা এক ট্রাকে নিয়ন্ত্রণ হারানো অপর একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে।। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।