আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে ৬৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

নবীনগর, সারাদেশ 14 November 2022 ১২৩

নবীনগর ।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নোয়াগাঁও গ্রাম থেকে রুবি আক্তার (২৭) নামে এক মাদক কারবারিকে ৬৬০০ পিস ইয়াবা ও নগদ ৬১,০৫০ টাকাসহ আটক করেছে নবীনগর থানা পুলিশ।আটককৃত রুবি আক্তার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও নোয়াগাঁও গ্রামের মুন্সিবাড়ির জুয়েল মিয়ার স্ত্রী।আজ
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে নবীনগর থানা প্রাঙ্গণে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য দেন নবীনগর থানা পুলিশ।পুলিশের সূত্রে জানা যায়, রাত ১ টার দিকে আসামির বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ ঐ নারীকে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে নবীনগর সার্কেল এর দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, দেশ মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বরত এলাকা মাদকমুক্ত করলে সারাদেশ মাদকমুক্ত হবে।