আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়া দিয়ে ভারতে পাচার কালে ২৮০ কেজি শিং মাছ জব্দ

আখাউড়া, বিশেষ প্রতিবেদন, সারাদেশ 17 November 2022 ১২৬

আখাউড়া।।
ভারতে পাচার চেষ্টার অভিযোগে ২৮০ কেজি শিং মাছ জব্দ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ।টাস্কফোর্সের অভিযানের সময় তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার (১৬ নভেম্বর) গভীর রাতে টাস্কফোর্সের অভিযানে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা প্রায় ২৮০ কেজি মাছ আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে নিলামে বিক্রি করা হয়েছে।আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ট্রাস্ট ফোর্সের সদস্যরা গঙ্গাসাগর এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে পাচারের জন্য পিকআপ ভ্যানে করে আনা মাছ জব্দ করা হয়। পরে চালকের দেওয়া তথ্যে মাছের মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এই ঘটনায় আটক তিনজন বিজিবির হেফাজতে আছে।