
সরাইল।।
ট্রাক্টরের বক্স থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। এ সময় ট্রাক্টরটির অজ্ঞাত নামা ড্রাইভার পুলিশের উপস্থিতি টের পাইয়া ট্রাক্টর সড়কের উপর ফেলে দ্রুত পালিয়ে যায়।আজ রবিবার (২০ নভেম্বর) দুপুরে সরাইল খাঁটিহাতা থানার অফিসার ইনচার্জ (ওসি), সুখেন্দু বসু গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, আজ বেলা ১২টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে জানতে পারি সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে একটি ট্রাক্টর আশুগঞ্জ দিকে যাচ্ছে। এ সংবাদ তথ্যের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের সরাইল থানাধীন পশ্চিম কুট্টাপাড়া সোপান ফিলিং স্টেশন সামনে অবস্থান নিলে মাদকবাহি ট্রাক্টরটির অজ্ঞাত নামা ড্রাইভার পুলিশের উপস্থিতি টের পাইয়া ট্রাক্টর সড়কের উপর ফেলে দ্রুত পালিয়ে যায়,পরবর্তীতে সঙ্গীয় অফিসার এস আই নজরুল ইসলাম স্থানীয় লোকজন সহায়তায় ট্রাক্টটির বক্সের ভিতরে বিশেষ ভাবে রক্ষিত ২৮ কেজি মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ ষাট হাজার টাকা হবে। এ এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।