
আখাউড়া।।
আসামের স্পিকার বিশ্বজিৎ দইমারী বলেছেন,আসামের সাথে বাংলাদেশের আমদানি -রপ্তানি বাড়াতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নেয়া হয়েছে। চারদিনের বাংলাদেশ সফর শেষে আজ মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৭টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফেরার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।গত ১৯ নভেম্বর সকালে ৬২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসেন স্পিকার বিশ্বজিৎ দইমারী।সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বিশ্বজিৎ দইমারী বলেন, বাংলাদেশের সাথে নতুন কয়েকটি সীমান্ত হাট খোলা হবে। এছাড়া বন্ধ হাটগুলো খুলে দেয়ার জন্য সকল ব্যবস্থা নেয়া হবে।এছাড়া বাংলাদেশকে বিশ্বদরবারে মেলে ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন স্পিকার বিশ্বজিৎ দইমারী।এ সময় আখাউড়া চেকপোস্টে আসাম সরকারের প্রতিনিধি দলকে বিদায় জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক প্রণয় চাকমা ও আখাউড়া উপজেলা নির্বিহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।