আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে আ. লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি, আহত বৃদ্ধ হাসপাতালে

নবীনগর, রাজনীতি 27 November 2022 ১৪০

নবীনগর।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরুর আগেই স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। এতে একজন বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় অন্তত ১০ কর্মী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ১২টার দিকে নবীনগর পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলনের অতিথিরা উপস্থিত হন। জাতীয় সংগীতের পর অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করে মঞ্চে ওঠেন। বেলা সাড়ে ১২টার দিকে জাগরণী গান পরিবেশন করা হয়। গান শেষ হওয়ার পরপরই ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান এবং ওই আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের নাম ধরে কর্মী-সমর্থকেরা স্লোগান দিতে শুরু করেন। কিছু সময়ের মধ্যেই দুই নেতার কর্মী-সমর্থকেরা উত্তেজিত হয়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। এ সময় কর্মী-সমর্থকেরা আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে মঞ্চের নেতারা মাইকে ঘোষণা দিয়ে কর্মীদের শান্ত হতে বলেন। তবে ১০ মিনিট ধরে চেয়ার ছোড়াছুড়ি চলে।
দুই পক্ষের সংঘর্ষের সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী মাইকে বলেন, ‘অনেক সম্মেলন করেছি। এই প্রথম কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটল। এখানে সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান ও বর্তমান সংসদ সদস্য এবাদুল করিম- কারও নামেই কোনো স্লোগান হবে না।’
এরপর মাইকের দিকে এগিয়ে যান মোহাম্মদ এবাদুল করিম। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘চেয়ার ছোড়াছুড়ি অপমানজনক হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের সামনে আমরা অপমানিত হয়েছি। আপনারা কি চান আমাদের অপদস্থ করতে?’
এরপর মাইকে ফয়জুর রহমান বলেন, ‘আপনারা আমাদের “জুতাপেটা”করেছেন। কাউকে ছাড় দেওয়া হবে না, সে যে-ই হোক। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পরে পুলিশ ও নেতা-কর্মীদের একাংশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি শান্ত হলে দুপুর ১২টা ৫১ মিনিটে সম্মেলনের উদ্বোধন করেন উবায়দুল মোকতাদির চৌধুরী।