আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

আখাউড়া 7 December 2022 ১৩৭

আখাউড়া।।
ফেসবুকে ‘এই পৃথিবী এই পৃথিবী আমাকে বাঁচতে দিল না’ স্ট্যাটাস দিয়ে অন্তর রায় নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আখাউড়া পৌরশহরের রাধানগর (সাহা পাড়া) এলাকায় গভীর রাতে নিজ ঘরে শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অন্তর রায়। তিনি ওই এলাকার পল্টু রায়ের ছেলে।ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে। আজ বুধবার (৭ ডিসেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, গলায় ফাঁস দেওয়ার আগে রাত ২টার দিকে নিজের ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন অন্তর রায়। সেখানে তিনি প্রেমঘটিত বিষয় ছিল। অন্তর রায় তার ফেসবুক আইডিতে স্ট্যাটাসে লিখেন֫—‘জীবনটা নেক সুন্দরভাবে গুছাইতে চাইছিলাম, কিন্তু মনের মানুষকে না পাওয়া, ব্যহ্বা, আপন মানুষগুলোর ভুল বুঝা, চাপ লাগা, নিজের সম্মানে দাগ লাগা সব কিছু মিলিয়ে আমি আর টিকে থাকতে পারলাম না। মা-বাবা, বন্ধুবান্ধব, প্রিয় মানুষ, ভাই-বোন, আত্মীয়-স্বজন, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন। এই পৃথিবী আমাকে বাঁচতে দিল না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আলবিদা’ওসি আসাদুল ইসলাম বলেন, প্রেমের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে, তার প্রাথমিক সত্যতা মিলেছে।