আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

গোলাপবাগ মাঠে ভিড় জমাতে শুরু করেছে বিএনপি

জাতীয়, রাজনীতি 9 December 2022 ১০৩

ঢাকা।।

গণসমাবেশের অনমুতি পেতেই ইতোমধ্যে ভিড় জমাতে শুরু করেছে নেতাকর্মীরা। মাঠে জড়ো হওয়া নেতাকর্মীদের বেশির ভাগই ঢাকার বাইরে থেকে আগত। সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীরা পথে পথে হয়রানির শিকার হয়েছে বলেও জানান।আজ শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনের পরিবর্তে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। রাজধানীর মিন্টো রোডের মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের গোলাপবাগ মাঠে সমাবেশ করার বিষয়টি নিশ্চিত করেছেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি পেয়েছি।’ এর আগে, কমলাপুর স্টেডিয়ামে অনুমতি না পেলে রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর সমাবেশ করার কথা জানান জাহিদ হোসেন।তিনি বলেন, আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে।
উল্লেখ্য, ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে বেশ কিছু দিন ধরে সরকার ও বিএনপির মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চাইলেও সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বা যেকোনো মাঠে করার কথা বলা হয়। বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করতে অনড় অবস্থানে থাকে। এ নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যেই বুধবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংর্ঘষের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু এবং অনেকেই আহত হন।