
ডেস্ক।।
চলমান বিশ্বকাপ ফুটবল খেলায় বিভিন্ন দেশের তারকা খেলোয়াড় বিদায় নিচ্ছে। ইতিমধ্যে ব্রাজিল তারকা নেইমার পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ান রোনালদো, ব্রিটিশ তারকা হারিকেন উরুগুয়ের তারকা কাভানি সুয়েরেজ সহ স্পেন,বেলজিয়াম জার্মানি সহ বহুদেশের তারকা ফুটবলার বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে। কেউ কেউ কান্নাকাটি করছেন কেউ কেউ হাত জোড় করে মাফও চাইছে।বাংলাদেশেও চলমান রাজনীতির খেলায় অনেকেই বিদায় নিবেন।কেউ কেউ বিদেশে পালিয়ে যাবেন কেউ কেউ কাশিমপুর বা কেরানীগঞ্জ হাই সিকিউরিটি কারাগারে জায়গা পাবেন। আবার কেউ হয়তোবা পূর্বাসভাব অনুযায়ী হাত জোড় করে জনগনের সামনে মাফ চাইবেন কেউবা সাবেক তথ্যমন্ত্রী আনোয়ার জাহিদের মতো বিবস্ত্র হয়ে রাস্তায় লুটিয়ে পড়বেন।।