আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

জামায়াতে ইসলামীর আমির গ্রেপ্তার

জাতীয়, সারাদেশ 13 December 2022 ১১৮

ঢাকা।।

জামায়াতে ইসলামীর আমিরকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সোমবার দিবাগত রাতে তাঁকে ঢাকার বাসা জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন আজ মঙ্গলবার সকালে বলেন, সিটিটিসি শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে।এর আগে শফিকুর রহমানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেন জামায়াতে ইসলামী দলটির পক্ষথেকে।