ব্রাহ্মণবাড়িয়।।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় যোগাদান করে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এ্যন্ড অপস্ মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ মোজাম্মেল হোসেন রেজা সহ জেলার উর্ধতন কর্মকর্তাবৃন্দ। এরআগে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিদায়ী পুলিশ সুপার মো. আনিসুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত পুলিশ সুপার।পরে তিনি পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় করেন।এসময় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।উল্লেখ্য গত ২৪ নভেম্বর রাষ্ট্রপতি আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়। তার স্থলে পদায়ন করা হয় গাজীপুর মহানগরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে। নবাগত পুলিশ সুপার দায়িত্ব পালনে এবং জেলার আইনশৃংখলা রক্ষার্থে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor